
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আপনি যদি নতুন প্রযুক্তি ক্ষেত্রে কাজ করেন, তাহলে এই বছর আপনার বেতন অনেকটাই বাড়তে পারে। মাইকেল পেজ ২০২৫ স্যালারি গাইডের একটি প্রতিবেদন অনুসারে, ভারতের কর্পোরেট ক্ষেত্রে এই বছর বেতন বৃদ্ধি ৬-১৫ শতাংশের মধ্যে হতে পারে, তবে কিছু উদীয়মান ক্ষেত্রে দক্ষতা এবং গুরুত্বপূর্ণ নেতৃত্বের ভূমিকার জন্য, এই বৃদ্ধি ৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
প্রতিবেদন অনুসারে, সাম্প্রতিক সময়ে ভারতে চাকরির বাজার পোক্ত হয়েছে। ২০২৪ সালের শুরুর তুলনায় এখন আরও বেশি চাকরির সুযোগ তৈরি হয়েছে। সাধারণত, ভারতে বার্ষিক বেতন বৃদ্ধি ৬-১৫ শতাংশের মধ্যে হয়ে থাকে। তবে, পদোন্নতির সঙ্গে সেই বেতন বৃদ্ধি ২০-৩০ শতাংশ পর্যন্ত হতে পারে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং (এমএল), সাইবার সিকিউরিটি এবং ডেটা প্রাইভেসির মতো উদীয়মান দক্ষতার বিশেষজ্ঞদের জন্য, এই বৃদ্ধি ৩০-৪০ শতাংশ পর্যন্ত হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে যে, গত বছরের তুলনায় এই বছর ভারতে চাকরির সুযোগ বেড়েছে। বেসরকারি ইক্যুইটি, ভেঞ্চার ক্যাপিটাল, রিয়েল এস্টেট এবং পরিকাঠামো থেকে কয়েক ডজন নতুন বিশ্বব্যাপী বিনিয়োগকারী ভারতে তাদের ব্যবসা সম্প্রসারণ করেছেন, যা চাকরির বাজারকে আরও শক্তিশালী করেছে।
এই ক্ষেত্রে অসাধারণ বেতন বৃদ্ধির সম্ভাবনা
পেজগ্রুপের ডিরেক্টর অঙ্কিত আগরওয়ালের মতে, এই বছর গড় বেতন বৃদ্ধি ৬-১৫ শতাংশের এর মধ্যে হবে। গড় বৃদ্ধির হার প্রায় ৯ শতাংশ। তবে, শিল্প এবং দক্ষতার উপর মূলত এই বৃদ্ধির পার্থক্য নির্ভর করবে।
প্রতিবেদন অনুসারে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং (এমএল), সাইবার সিকিউরিটি এবং ডেটা প্রাইভেসি, আর্থিক পরিষেবা, ব্যাঙ্কিং, ফিনটেক এবং প্রাইভেট ইকুইটির সঙ্গে যুক্ত পেশাদার, চিফ অপারেটিং অফিসার (COO), ম্যানুফ্যাকচারিং প্রধান, গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার (GCC)-এর কার্যকরী প্রধানদের বেতন ভালো পরিমাণে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
ডিজিটাল সোনা কিনলে অতিরিক্ত মুনাফা, জানুন কী কী লাভ? কিনার পদ্ধতি...
এপ্রিল মাসে জিএসটি আদায়ে নতুন রেকর্ড, কোন রাজ্যে কত শতাংশ জেনে নিন এখনই
ইউপিআই লেনদেন এবার আরও সহজ, ১৬ জুন থেকে কী বদল? জেনে নিন
৫০ বছর বয়সেই নিতে পারেন অবসর, কোথায় বিনিয়োগ করবেন দেখে নিন এখনই
সুদের হারে বড় বদল, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে দেখে নিন নতুন হিসেব
আরও সোনা মজুত করছে আরবিআই, কারণ জানলে আকাশ থেকে পড়বেন